শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের বন্ধের সিদ্ধান্ত নেবে স্ব স্ব কর্তৃপক্ষ

দেশের করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে স্কুল-কলেজ ও সমমনা প্রতিষ্ঠান বন্ধের কথা বলা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা নেবে বলে জানানো হয়।

Advertisement

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ফেরদৌস জামান বলেন, বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব একাডেমিক পরিকল্পনা অনুযায়ী সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। বিশ্ববিদ্যালয়ের বন্ধ হবে কি না সেই সিদ্ধান্ত নেবে স্ব স্ব কর্তৃপক্ষ।

এর আগে, শুক্রবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

Advertisement

এমএইচএম/এআরএ/এএসএম