শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও স্থগিত করা হয়নি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চলমান পরীক্ষা। তবে, এ বিষয়ে আগামী রোববার (২৩ জানুয়ারি) সিদ্ধান্ত হতে পারে বলে পিএসসি সূত্রে জানা গেছে।
Advertisement
পিএসসি থেকে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। এ পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে। তবে, শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।
জানতে চাইলে পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ শুক্রবার বিকেলে জাগো নিউজকে বলেন, বর্তমানে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। এ পরীক্ষায় পিএসসির প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়ে থাকে। করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হল বিসিএস পরীক্ষা সহ পিএসসির অধীনে নিয়োগ পরীক্ষা বন্ধ রাখা হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। রোববার অফিস খোলার পরে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি।
তবে এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেনকে একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Advertisement
এমএইচএম/এমএএইচ/এএসএম