জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৬ জানুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘দৈনন্দিন বিজ্ঞান’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : আকাশ নীল দেখায় কেন?উত্তর : নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি। ২. প্রশ্ন : মুখ্য রং কোন তিনটি?উত্তর : লাল, নীল, সবুজ। ৩. প্রশ্ন : দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?উত্তর : বেগুনি। ৪. প্রশ্ন : দৃশ্যমান বর্ণালির বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?উত্তর : লাল। ৫. প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে?উত্তর : ৮ মিনিট ২০ সেকেন্ড। ৬. প্রশ্ন : বায়ু মন্ডলের ওজনস্তর ধংসের জন্য দায়ী কে?উত্তর : ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি)। ৭. প্রশ্ন : বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয়?উত্তর : একই হয়। ৮. প্রশ্ন : সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়?উত্তর : নাইট্রোজেন। ৯. প্রশ্ন : বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য কার অবদান বেশি?উত্তর : বিজ্ঞানী ভোল্ট। ১০. প্রশ্ন : শুষ্ক কোষে তড়িৎ চালক শক্তি কত?উত্তর : ১.৫ ভোল্ট। ১১. প্রশ্ন : বৈদ্যুতিক একক কী?উত্তর : ওয়াট। ১২. প্রশ্ন : বৈদ্যুতিক এক ইউনিট সমান?উত্তর : এক কিলোওয়াট/আওয়ার। ১৩. প্রশ্ন : বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কী?উত্তর : ওহম।১৪. প্রশ্ন : চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায়?উত্তর : মেরু বিন্দুতে। ১৫. প্রশ্ন : মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন?উত্তর : নিউটন। ১৬. প্রশ্ন : বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কী?উত্তর : ফোটার চারদিকে বাতাসের সমান চাপ। ১৭. প্রশ্ন : কে প্রথম রোবট আবিষ্কার করেন?উত্তর : উইলিয়াম গে ওয়ালটার। ১৮. প্রশ্ন : সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?উত্তর : পরমাণু ফিউশন। ১৯. প্রশ্ন : প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত?উত্তর : ৫০টি। ২০. প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্রের নাম কী?উত্তর : ট্যাকমিটার।এসইউ/এমএস

Advertisement