ক্যাম্পাস

শাবিতে অনশনে অসুস্থ ১২ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের ১২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া অনশনরত বাকিরাও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

Advertisement

অনশনের তৃতীয় দিন শুক্রবার (২১ জানুয়ারি) সকালে শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা কেউ ভালো নেই। আমাদের অনশনের প্রায় ৪২ ঘণ্টা পার হতে চলেছে। এ সময়ে এক ফোঁটা পানিও গ্রহণ না করায় গুরুতর অসুস্থ হয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজসহ কয়েকটি হাসপাতালে ভর্তি রয়েছে ১২ জন শিক্ষার্থী। অনশনস্থলে থাকা বাকিদের স্যালাইন দেওয়া হচ্ছে।

অনশনরত এ শিক্ষার্থী আরও বলেন, যত কষ্টই হোক, যত ত্যাগই স্বীকার করতে হোক ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।

Advertisement

১৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনে বসে ২৪ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে কিলো রোডে অবস্থান নিয়ে অনশন করছেন তারা। তবে একজন শিক্ষার্থীর বাবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তিনি অনশন ভেঙে বাড়ি যান।

২০ জানুয়ারি রাতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে মশাল মিছিল করেন। এ সময় তারা উপাচার্যের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। পরে দিনগত রাত ৩টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের কুশপুতুল দাহ করেন।

এসজে/এএসএম

Advertisement