আন্তর্জাতিক

‘জনপ্রিয়তার জরিপে’ শীর্ষে মোদী, বাইডেন ষষ্ঠ ট্রুডো সপ্তম

বিশ্বের প্রভাবশালী ১৩টি দেশের নেতাদের মধ্যে জনপ্রিয়তার দৌড়ে আবারও এগিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭১ শতাংশ জনসমর্থন নিয়ে এ তালিকায় সবার ওপরে উঠে এসেছেন তিনি। আন্তর্জাতিক জরিপ সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষার ভিত্তিতে শুক্রবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Advertisement

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকারপ্রধানের জনসমর্থনের সবশেষ তথ্য তুলে ধরেছে।

এতে নরেন্দ্র মোদীর পরে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। তার পক্ষে সমর্থন রয়েছে দেশটির ৬৬ শতাংশ মানুষের। তৃতীয় অবস্থানে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি (৬০ শতাংশ), চতুর্থ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (৪৮ শতাংশ), পঞ্চম জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস (৪৪ শতাংশ)।

৪৩ শতাংশ জনসমর্থন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন ষষ্ঠ অবস্থানে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পক্ষেও ভোট পড়েছে একই হারে। তবে বাইডেনের চেয়ে ট্রুডোর ওপর আস্থা না থাকা লোকের হার বেশি। বাইডেনের ওপর আস্থা নেই তার দেশের ৪৯ শতাংশ মানুষের, ট্রুডোর ক্ষেত্রে এর হার ৫১ শতাংশ।

Advertisement

সবচেয়ে কম জনসমর্থন পেয়ে তালিকার একেবারে তলানিতে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার ওপর আস্থা রয়েছে যুক্তরাজ্যের মাত্র ২৬ শতাংশ মানুষের। ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর পক্ষে রয়েছেন দেশটির ৩৪ শতাংশ মানুষ।

গত ১৩ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করেছে মর্নিং কনসাল্ট। একই সংস্থার জরিপে ২০২০ সালের মে মাসেও সবচেয়ে জনপ্রিয় নেতা হয়েছিলেন নরেন্দ্র মোদী। সেসময় তার জনসমর্থন ছিল সর্বোচ্চ ৮৪ শতাংশ। ২০২১ সালের মে মাসে তা কমে ৬৩ শতাংশে দাঁড়ায়। তবে চলতি বছর আবারও জনপ্রিয় নেতার মুকুট জিতেছেন তিনি।

কেএএ/এএসএম

Advertisement