ইকবাল পারভেজ
Advertisement
অন্যরকম যুদ্ধ
মানুষে মানুষে যুদ্ধ দেখেছি বারবারঅস্ত্র গোলাবারুদ ঢাল তলোয়ার জিতেছে মিত্রবাহিনীশিকল পরেছে পরাজিত দল
যুদ্ধের পেছনে উস্কানি থাকেভেতরে থাকে ধর্ষণ লুটতরাজঅজ্ঞাত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি এবারনেমেছে সেনাবাহিনী পুলিশ ভলান্টিয়ার আর ডাক্তারকেউ গুলি ছোড়েনি বোমা মারেনিধর্ষণে কাঁপিয়ে তোলেনি হাবিয়ার দোজখ
Advertisement
যুদ্ধ দেখলাম নিরুত্তাপমানুষ মরলো কোটি নিষ্পাপ
কেউ জেতেনি কেউ হারেনি
****
১০৮টি কবিতা
Advertisement
১০৮টি কবিতা আমারসেই সব কবিতাসমূহ শোনাতে হল ভাড়া করলাম একটিঅনলাইনে সব টিকিট বিক্রি হয়ে গেল মুহূর্তে
কেউ আসেনিসারি সারি আসনসমস্ত আসন কিনে নিয়েছে কেউ একজনআমি উপস্থিত শূন্য সমাবেশকে কবিতা শোনালামপৃথিবীর বিভিন্ন স্থান থেকে হাততালি পেলাম
একটি কৃষ্ণচূঁড়াকে কবিতা শোনালামক’টি ফুল ঝরে পড়লোরাজপথ রক্তরঞ্জিত হলো
একটি নদীকে কবিতা শোনাতে চাইলামনদী আমাকেই একটি কবিতা শুনিয়ে দিলো
কবিতা পাঠ থেকে নদী পাঠ জরুরি আজ
প্রিয়াকে কবিতা শোনাতে চাইলামসে রইলো নিরুত্তর
তবুও আমি কবিতা পাঠ করে চলেছি নিরন্তর
এসইউ/জিকেএস