খেলাধুলা

রনির চোখ এখনই বিশ্বকাপে

স্বপ্নের মত দিন কাটছে বাংলাদেশ ক্রিকেট আকাশে উদয় হওয়া নতুন তারকা আবু হায়দার রনির। অথচ মাত্র দুই মাস আগেও তাকে চিনতো না কেউ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের আগ পর্যন্ত সেরা উইকেট শিকারির তালিকার শীর্ষে ছিলেন এই তরুণ। শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকলেও বিপিএলের দুর্দান্ত পারফরমেন্স তার সামনে খুলে দিয়েছে জাতীয় দলের দরজা। আর দলে সুযোগ পেয়েই দারুণ উচ্ছ্বসিত এই নবীন তারকা।  বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে রনি বলেন, ‘খুব ভালো লাগছে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো জাতীয় দলে খেলবো। প্রথমবারের মতো ১৪জনের দলে থাকার সংবাদ পেয়ে খুবই ভালো লাগছিলো। আপনাদের (সাংবাদিক) কারো মাধ্যমেই প্রথম খবরটা পাই। বাসা থেকে সবাই ফোন দিয়েছে। সবাই অভিনন্দন জানিয়েছে। খুব ভালো লাগছে।’দলে থাকলেও একাদশে থাকার ব্যাপারে কতোটা আশাবাদী এমন প্রশ্নে রনি বলেন, ‘এই সিদ্ধান্ত তো ম্যানেজম্যান্ট নেবে। আমার কাজ হলো পরিশ্রম করে যাওয়া। আল্লাহর রহমতে এখন পর্যন্ত সব ভালো আছে। তো চেষ্টা করবো টানা পরিশ্রম করে যাওয়ার। এখন যদি ম্যানেজমন্ট আমাকে উপযুক্ত মনে করে একাদশে রাখে, তবে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবো।’বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজটা অনেকটাই অনুশীলনের মতো। এখানে ভালো খেললে হয়তো বিশ্বকাপেও সুযোগ পেয়ে যেতে পারেন। এটা ভালোভাবেই জানেন রনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার মাথায় আছে। এখান থেকে যারা ভালো করবে, তাদেরকে নিয়েই হয়তো এশিয়া কাপ-বিশ্বকাপ হবে। বিপিএলে খুব ভালো পারফর্ম হয়েছে। চেষ্টা করবো সেটা এখানেও ধরে রাখতে। দেশের হয়ে ভালো করার জন্য চেষ্টা করবো। একবার খেলতে পারলে, চেষ্টা করবো দলে স্থান পাকা করার জন্য।’এর আগেও বাংলাদেশ দলে অনেক পেসার এসেছে। তবে পরিচর্যার অভাবে হারিয়ে গেছে তাদের অনেক প্রতিভা। এটা জানেন রনি। তাই তার ভাবনা জুড়ে রয়েছে পরিশ্রম আর পরিশ্রম। নিয়মিত অনুশীলন এবং পারফরমেন্স করেই দলে জায়গা ধরে রাখতে চান এই উদীয়মান পেসার।আরটি/আইএইচএস/এমএস

Advertisement