তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। বুধবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৩ জানুয়ারি (রোববার) ইরানের রাজধানীতে সৌদি দূতাবাস ও দেশটির মাশহাদ শহরের কনস্যুলেটে হামলা চালানো হয়। ২ জানুয়ারি (শনিবার) সৌদিতে শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার প্রতিবাদে শিয়া অধ্যুষিত ইরানে ওই হামলার ঘটনা ঘটে।ঘটনার নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই হামলা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক চুক্তি ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। ওই চুক্তি অনুযায়ী কোনো দেশে অবস্থিত দূতাবাস বা মিশনের নিরাপত্তার দায়িত্ব স্থানীয় সরকারের। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য ইরানকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ঢাকা।এদিকে, হামলার ঘটনায় সুন্নি অধ্যুষিত বেশ কয়েকটি মুসলিম দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। এসএ/একে/এমএস
Advertisement