রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে প্রখ্যাত সাহিত্যিক অমর কাব্যগ্রন্থ বিষাদ সিন্ধু’র রচিয়তা মীর মশাররফ হোসেন এর নিজস্ব জায়গায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার দুপুর ১২টায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।এতে সচেতন নাগরিক কমিটি সনাকের সাবেক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাহ-উল কমির রিন্টু, সাধারণ সম্পাদক মো. ফারুখ উদ্দিন, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুমন বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবু, সাংগঠনিক সম্পাদক প্রসেনজীৎ কুমার রায়, সমকালের জেলা প্রতিনিধি সমীত্র শীল চন্দন প্রমুখ।জেলা সাবেক ছাত্র ইউনিয়নের সভাপতি এজাজ আহম্মেদ এর উপস্থাপনায় মানবন্ধনটি পরিচালিত হয়।এসময় বক্তারা মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ আগামীকাল সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনে রাজবাড়ীতে আসবেন উল্লেখ করে তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি উপজেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধন করছেন তারা। অমর কাব্যগ্রন্থ বিষাদ সিন্ধু রচিয়তা মীর মশাররফ হোসেন এর নিজস্ব জায়গায় প্রখ্যাত এ সাহিত্যিক এর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান বক্তারা।রুবেলুর রহমান/দেশ ইন/এমএস
Advertisement