নতুন বছরের প্রথম দুই কার্যদিবস দর পতনের পর ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের সঙ্গে বেড়েছে টাকার লেনদেনের পরিমাণ। পাশাপাশি বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের।বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরীয়া সূচক ডিএসইএস ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৬৫৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৪৭ কোটি টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০৮ কোটি টাকা।বুধবার ডিএসইতে মোট ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত আছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৫৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৯২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬১৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮৪ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে মোট ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত আছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৮ লাখ টাকা।এসআই/এআরএস/এমএস
Advertisement