বাঁচার সম্ভাবনা শতভাগরোগী: ডাক্তার, এই রোগে আমার বাঁচার সম্ভাবনা কত পার্সেন্ট?চিকিৎসক: শতভাগ।রোগী: কীভাবে?চিকিৎসক: সাধারণত এ রোগে প্রতি দশজনে একজন বাঁচে।রোগী: তাহলে আমার বাঁচার ভরসা কোথায়?চিকিৎসক: আপনি আমার দশম রোগী। এর আগের নয়জনই মারা গেছেন।
Advertisement
****
বিয়ে বাড়িতে যখন জামাই নাচেএকটি পাগলা গারদে সব পাগল নাচানাচি করছিল। শুধু একজন পাগল বসে ছিল। ডাক্তার ভাবলেন সেই পাগলটা মনে হয় ভালো হয়ে গেছে । তাই তাকে জিজ্ঞাসা করলেন-ডাক্তার: সবাই নাচছে তুমি নাচতেছ না কেন?পাগল: আরে আপনি গাধা নাকি? বিয়ে বাড়ীতে কি জামাই কখনো নাচে?ডাক্তার: তুমি জামাই?পাগল: হ্যাঁ হ্যাঁ। যান আপনিও নাচুন গিয়ে।
****
Advertisement
পরীক্ষায় পাস করলে পাবে সাইকেলবাবা: তোকে না বলেছিলাম পাস করলে সাইকেল কিনে দেব।ছেলে: হ্যাঁ, বলেছিলে।বাবা: তবুও ফেল করলি! পড়া বাদ দিয়া কী করেছিলি?ছেলে: কেন, সাইকেল চালানো শিখছিলাম!
কেএসকে/জিকেএস