দেশজুড়ে

১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার গাছ লাগিয়েছেন বিষ্ণুপদ

ছায়াবেষ্টিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একশো শিক্ষা প্রতিষ্ঠানে ১২ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন বৃক্ষপ্রেমিক বিষ্ণুপদ বিশ্বাস। পেশায় তিনি একজন ভূমি জরিপ প্রশিক্ষক।

Advertisement

২০১৮ সালের জুলাই মাসে বিষ্ণুপদ বিশ্বাস উপজেলার কাজী মন্টু কলেজে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন। সর্বশেষ বুধবার (১৯ জানুয়ারি) শততম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উপজেলার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ে তিনি বৃক্ষ রোপণ করেন।

এ সময় শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি মিন্টু রায়, আলী আশরাফ খান, প্রভাষক বুলবুল ইসলাম, সুজিৎ মন্ডল, ননী গোপাল, তৃষ্ণা মজুমদার, মিতালী চৌধুরী উপস্থিত ছিলেন।

বিষ্ণুপদ বিশ্বাস বলেন, গাছ আমাদের ছায়া দেয়। গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। গাছ আমাদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করে। এর থেকে আমরা ফুল ও ফল পাই। এ ধরনের নানা বিষয়ের কথা চিন্তা করে আমি নিজ খরচে ২০১৮ সাল থেকে বৃক্ষরোপণ শুরু করেছি। এ পর্যন্ত আমি একশো শিক্ষা প্রতিষ্ঠানে ১২ হাজার বৃক্ষ রোপণ করেছি। আমার এই বৃক্ষরোপণ কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

Advertisement

শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি মিন্টু রায় বলেন, বিষ্ণুপদ বিশ্বাস একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তার নিজ খরচে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষ রোপণ করছেন। তিনি পেশায় একজন ভূমি জরিপ প্রশিক্ষক। প্রশিক্ষণ দিয়ে তিনি যে অর্থ পান তার একটি বড় অংশই এই বৃক্ষরোপণে ব্যয় করেন। সমাজের বিত্তশালীরা তাকে আর্থিকভাবে সহযোগিতা করলে আগামীতে তার এই কর্মসূচি সুন্দরভাবে তিনি পরিচালনা করতে পারতেন।

এফএ/জিকেএস