খেলাধুলা

বিপিএলে নিজেকে মেলে ধরতে তিন মাস ধরে প্রস্তুতি নিচ্ছেন সাব্বির

সিলেট সানরাইজার্সের মতই তারকাশূন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিষ্ঠিত পারফরমার বলতে নাইম ইসলাম, সাব্বির রহমান রুম্মন আর মেহেদি হাসান মিরাজ।

Advertisement

এছাড়া আছেন আফিফ হোসেন ধ্রুব, শামিম পাটোয়ারি, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, আকবর আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরীর মত একঝাঁক তরুণ তারকা।

দলে সে অর্থে শীর্ষ তারকা নেই, তাতে কী? অন্যতম সিনিয়র ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের লক্ষ্য শিরোপা। তাই মুখে এমন কথা, ‘অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো ইনশাআল্লাহ।’

আর ব্যাক্তিগত লক্ষ্যটা এখনো নির্ধারন করেননি। তবে ম্যাচ বাই ম্যাচ খেলতে চান এবং শতভাগ দেয়ার চেষ্টা থাকবে বলে জানালেন সাব্বির। ‘চেষ্টা করবো যেন আমার ইনপুট যেন ভাল হয়।’

Advertisement

জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটাররাই বিপিএলকে আবার মূল দলে ফেরার বড় মঞ্চ বলে মনে করেন। সাব্বিরও তাই ভাবছেন। তাই তিন মাস আগেই শুরু হয়েছে তার বিপিএল প্রস্তুতি।

‘বিপিএলের জন্য গত তিন মাস ধরে রাজশাহীতে অনুশীলন করেছি। ফিটনেস নিয়ে কাজ করেছি, যেগুলো দরকার শট খেলার বা যে উইক পয়েন্ট নিয়ে কাজ করেছি। তো আশাকরি বিপিএলটা যেন ভালভাবে কাটাতে এবং নিজের যে লক্ষ্য আছে সেটা যেন পেতে পারি।’

জাতীয় দলে ফেরা নিয়ে ভাবছেন কী? এ প্রশ্নের জবাবে সাব্বির বলেন, ‘শুধু আমার জন্য না, যারা জাতীয় দলের বাইরে আছে, আমাদের সবার জন্য সবচেয়ে বড় মঞ্চ এই বিপিএল এবং আশাকরি সবাই ভাল খেলে কামব্যাক করতে পারবে। আমিও যেন ভাল খেলে কামব্যাক করতে পারি সেই লক্ষ্য থাকবে।’

চট্টগ্রাম দলে কোন লেগ স্পিনার নেই। আপনি লেগ স্পিন করবেন কি না? জানতে চাইলে সাব্বিরের জবাব, ‘অবশ্যই, অনুশীলন করেছি, বোলিংও করেছি। রাজশাহীতেও বোলিং করেছি। যদি দরকার হয় তবে অবশ্যই বোলিং করবো। দলের যেটা চাহিদা থাকবে, দলের যা দরকার হবে সেটা দেয়ার চেষ্টা করবো।’

Advertisement

এআরবি/আইএইচএস