বগুড়া জেলাকে করোনার রেডজোন ঘোষণার দিনেই রেকর্ডসংখ্যক আক্রান্ত হয়েছে। একদিনের ব্যবধানে ৫৬ থেকে বেড়ে আক্রান্তের সংখ্যা ৯৪-এ দাঁড়িয়েছে। বলা হচ্ছে গত আট মাসের মধ্যে বগুড়ায় এটিই সবেচেয়ে বেশি সংখ্যক আক্রান্তের সংখ্যা।
Advertisement
বুধবার (১৯ জানুয়ারি) বগুড়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৩৮ নমুনা পরীক্ষায় নতুন করে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৪, শেরপুরে ২, দুপচাঁচিয়া ১, গাবতলীতে ৪, শাজাহানপুরে ৫, ধুনটে ১, আদমদিঘিতে ২ ও শিবগঞ্জে একজন রয়েছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৪ জন আক্রান্ত হন। জিনএক্সপার্ট টেস্টে ১১ ও টিএমএসএস মেডিকেলে আক্রান্ত হন ১৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলো ২২ হাজার ১৩৯ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৮৮ জনের।
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৫৪ রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ১৩, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩২, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৯ জন রয়েছে।
Advertisement
এএইচ/এমএস