আন্তর্জাতিক

গেম কোম্পানি কিনছে মাইক্রোসফট, সনির রেকর্ড দরপতন

যুক্তরাষ্ট্রের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ভিডিও গেম কোম্পানি অ্যাকশন ব্লিজার্ড কেনার ঘোষণা দিয়েছে । এরপরই জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সনির শেয়ারের দাম টোকিও ট্রেডে হু হু করে কমতে শুরু করেছে। বুধবার (১৯ ডিসেম্বর) সনির শেয়ারের দাম কমেছে ১৩ শতাংশ। ফলে ২০০৮ সালের অক্টোবরের পর এই প্রথম শেয়ারের এতো পতন দেখলো কোম্পানিটি। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

জানা গেছে, ছয় হাজার ৮৭০ কোটি ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড নামের কোম্পানিটি কিনবে মাইক্রোসফট। অ্যাক্টিভিশন ব্লিজার্ডের ওয়ারক্রাফ্ট, ওভারওয়াচ, কল অব ডিউটির মতো জনপ্রিয় গেম রয়েছে। এরপরই সনির বাজার মূল্য একদিনে দুই হাজার কোটি ডলার কমেছে। কারণ সনির প্লেস্টেশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স গেমিং।

সনির ৩০ শতাংশ আয় আসে গেমস ও নেটওয়ার্ক পরিষেবা থেকে। বুধবার মাইক্রোসফট জানায়, আড়াই কোটির বেশি গেম পাস গ্রাহক রয়েছে তাদের। নতুন চুক্তির ফলে ব্লিজার্ডের জনপ্রিয় গেমগুলো তাদের গ্রাহকদের জন্য উন্মুক্ত করতে পারবে। বর্তমানে গেমের বাজারে সনির একচেটিয়া দখল রয়েছে। তবে এবার কোম্পানিটির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে মাইক্রোসফট।

হাতবদলের পরেও অ্যাক্টিভিশন ব্লিজার্ডের বিতর্কিত নির্বাহী প্রধান ববি কোটিক দায়িত্ব চালিয়ে যাবেন। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। চুক্তিটি নিয়ন্ত্রক পর্যালোচনা ও অ্যাক্টিভিশন ব্লিজার্ড শেয়ারহোল্ডারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ২০২৩ সালে চুক্তির মেয়াদ শেষ হতে পারে।

Advertisement

অন্যদিকে যৌন নিপীড়নের ঘটনা প্রকাশের পর গত কয়েক মাস ধরেই তীব্র বিতর্কে পড়ে অ্যাক্টিভিশন। দীর্ঘ তদন্তের পর এ ঘটনায় জড়িত থাকার অপরাধে সোমবার বেশ কয়েকজন নির্বাহী কর্মকর্তাকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।

এমএসএম/জিকেএস