বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের খুলনা ইনমাসের পরিচালকের দুর্ব্যবহার সহ্য করতে না পেরে প্রতিবন্ধী মেয়ে সুমাইয়া অরিনকে (১৭) হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন মোস্তফা কামাল (৫২) নামে এক সরকারি কর্মকর্তা। মৃত্যুর আগে নিজ হাতে তিনি এই বিষয়টি লিখে গেছেন। ঘটনাটি ঘটেছে নগরীর আহসান আহমেদ রোডের ৮ নম্বর বাড়িতে। বুধবার খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাধে শ্যাম জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল `আমার মৃত্যুর জন্য ইনমাস খুলনার পরিচালক ডা. অশোক কুমার দায়ী। আমি অসুস্থ হওয়ায় গেষ্ট হাইসের নিচে বসতে চাওয়ায় সে আমার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করে। ফলে আমি মানসিক ও শারীরিকভাবে বিপদগ্রস্ত হয়ে এ পথ গ্রহণ করি।` চিরকুটে তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে ৫/১/২০১৬ রাত ১০টা।এ ব্যাপারে ইনমাসের পরিচালক ডা. অশোক কুমার পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয়নি। এক মাস আগে মোস্তফা কামালের একটি অপারেশন হয়। এরপর গত ৩ জানুয়ারি তিনি কর্মস্থলে যোগদান করেন। হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়টি ৪ তলায় হওয়ায় তিনি নিচ তলায় বসতে চেয়েছিলেন। কিন্তু সেখানে কোনো কক্ষ না থাকায় তাকে বসতে দেয়া সম্ভব হয়নি। এরপর তিনি ৪ তারিখে উপরে উঠতে চেয়েছিলেন। কিন্তু উঠতে কষ্ট হওয়ায় তাকে একটি কক্ষ পরিস্কার করে দেয়া হয়।নিহত মোস্তফা কামাল খুলনায় পারমাণবিক শক্তি কমিশনের হিসাবরক্ষণ কর্মরত ছিলেন।আলমগীর হান্নান/এসএস/আরআইপি
Advertisement