লাইফস্টাইল

ঠোঁটের যত্নে কিছু টিপস

আমাদের শরীরের একটি স্পর্শকাতর অংশ হল ঠোঁট। যেহেতু ঠোঁটে কোনো অয়েল গ্ল্যান্ড থাকে না, তাই ঠোঁট শুকিয়ে যায় এবং শীতের সময়ে সেখানে নানা সমস্যা দেখা দেয়। নরম ঠোঁটে শীতের প্রভাব বিস্তার করার আগেই জেনে নিই ঠোঁটের যত্নে কিছু টিপস-১. মুখের মতো ঠোঁটের মেকআপও রিমুভ করা খুবই জরুরি।২. তুলা ভিজিয়ে হালকা করে ঠোঁটে ঘষুন। ঠোঁটের ডেড সেল ঝরে পড়বে।৩. ঠোঁট শুকনো হলেই লিপবাম বা চ্যাপস্টিক ব্যবহার করুন।৪. লিপস্টিক লাগানোর আগে কোল্ড ক্রিম বা লিপবাম লাগিয়ে নিন।৫. শীতে কখনোই ঠোঁটে ড্রাই লিপস্টিক দেবেন না।৬. জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাবেন না। এতে ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে শুষ্ক এবং রুক্ষ হয়ে যাবে।৭. প্রচুর পানি খাবেন। পানিস্বল্পতা হলে ঠোঁট শুকিয়ে আসে।৮. দাঁত দিয়ে ঠোঁট কামড়াবেন না।৯. অযথা ঠোঁটের চামড়া উঠানোর দরকার নেই। এতে রক্ত বেরিয়ে ইনফেকশন হতে পারে।১০. রোদ থেকে ঠোঁটকে বাঁচাতে অবশ্যই সানস্ক্রিন সমৃদ্ধ লিপবাম ব্যবহার করুন।১১. ঠোঁটের কোমলতার জন্য রাতে মাখন ব্যবহার করতে পারেন।১২. নখ বা দাঁত দিয়ে ঠোঁটের চামড়া তুলবেন না।এইচএন/আরআইপি

Advertisement