খেলাধুলা

মুক্তি পেলেন সুন্দর রমন

ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। ভদ্রতার যথেষ্ট কারণও রয়েছে বটে। কিন্তু এই খেলাই নাকি শুরু হয়েছে জুয়া থেকে। আর ভারতের সবচেয়ে বড় ক্রিকেট কেলেঙ্কারি ঘটেছিল আইপিএলের ম্যাচে। তবে এবার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকায় আইপিএলে জুয়া ও ম্যাচ পাতানোর অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চিফ অপারেটিং অফিসার সুন্দর রমন।সুপ্রিম কোর্ট থেকে আইপিএলের দুর্নীতি তদন্তের দায়িত্ব দেয়া হয় লোধা কমিটিকে। ২০১৩ সালে আইপিএলে ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত হন এই কর্মকর্তা। ধারণা করা হয় তিনি বুকিদের সাথে জড়িত ছিলেন।ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরও তখন এ ব্যাপারে নিন্দা জানান। তবে লোধা প্যানেল সুন্দর রমনের জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়াতে তাকে নির্দোষ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।এমআর/আরআইপি

Advertisement