স্বাস্থ্য

করোনা শনাক্তের হার প্রায় ২৪ শতাংশ

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রতিদিনই বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা। সেই সঙ্গে বেড়ে দাঁড়িয়েছে শনাক্তের হারও।

Advertisement

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৭ জানুয়ারি) ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৭৬ জন করোনা রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ

Advertisement

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৯১৬ জনের নমুনা সংগ্রহ এবং ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ হাজার ৪০৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।

একই সময়ে সারাদেশে করোনায় মারা গেছেন ১০ জন। তাদের মধ্যে আটজন পুরুষ এবং দুজন নারী। মৃতদের সাতজনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। সেদিন থেকে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

এএএইচ/এমএস

Advertisement