দেশজুড়ে

আশুগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন আশুগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকার কমলাপুর থেকে বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থানা চত্বরের সামনে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়।খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসাই) মো. শরীফ উদ্দিন ভূইয়া জাগো নিউজকে বলেন, দুর্ঘটনা কবলিত বাসের চালকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

Advertisement