ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে শাহনাজ (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা।
Advertisement
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটের বর্তমানে মোট ৫০ জন রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ১৫ জনের করোনা পজেটিভ। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন পাঁচজন আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৩৫৪টি নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
মঞ্জুরুল ইসলাম/এমকেআর/জিকেএস