মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির নিজামীর ফাঁসির আদেশ বহাল থাকায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক মো. আব্দুল হান্নান। বুধবার সকালে নিজামীর রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আব্দুল হান্নান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের সময় নিজামী ছিলেন ইসলামী ছাত্র সংঘের নেতা। তিনি দলগতভাবে ও ব্যক্তিগতভাবে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। তদন্ত সংস্থার প্রধান এই সমন্বয়ক বলেন, নিজামী প্রত্যক্ষভাবে পাবনায় ৩৯ জনকে হত্যার ঘটনায় জড়িত ছিলেন। এছাড়া বুদ্ধিজীবী হত্যার ঘটনায় পলাতক অন্যান্য আসামি ও দণ্ড কার্যকর হওয়া মুজাহিদের ন্যায় নিজামীও ছিলেন অপরাধী। তিনি আরো বলেন, এ রায়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে। বিচারহীনতা থাকবে না। মানুষ সঠিক বিচার প্রত্যাশা করতেই পারেন। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগের ষষ্ঠ এবং বাংলাদেশের সাবেক মন্ত্রী পরিষদের তৃতীয় কোন মন্ত্রী দণ্ড পেলেন। এর আগে বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ মৃত্যুদণ্ড বহাল রেখে নিজামীর চূড়ান্ত রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।জেইউ/এসকেডি/পিআর
Advertisement