পরিবার পরিকল্পনা মানে শুধু জনসংখ্যা কমানো নয়। সামগ্রিক জীবনকে পরিকল্পিতভাবে চালানোর পরিকল্পনাই পরিবার পরিকল্পনার মূল উদ্দেশ্য। একটা শিশুর জন্ম থেকে বেড়ে উঠা এবং পরবর্তী সুশৃঙ্খল জীবন চালিয়ে দেশের সম্পদ হয়ে গড়ে উঠার ছক এঁকে দেয়ার লক্ষ্যে কাজ করছে পরিবার পরিকল্পনা অধিদফতরের সংশ্লিষ্টরা। কক্সবাজারে অনুষ্ঠিত পরিকল্পিত পরিবার, পুষ্টি, নিরাপদ প্রসব ও নবজাতকের যত্ন বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। মঙ্গলবার পরিবার পরিকল্পনা অধিদফতরের উদ্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় ছোট পরিবার সম্পর্কে ধারণা, নিরাপদ প্রসব, মা ও শিশু মৃত্যুর হার হ্রাস, এবং পুষ্টি কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে বক্তারা আরও বলেন, একটি স্থিতিশীল কাম্য জনসংখ্যার দেশ গঠনে কাজ করছে সরকার। বিজ্ঞানের প্রসারতার কারণে আজ দেশে শিশুসহ সব বয়সের মানুষের অকাল মৃত্যুর হার কমেছে। এতে জনসংখ্যার আধিক্য ক্রমে বাড়ছে। এখনও গ্রামের অধিকাংশ মানুষ প্রকৃতির উপর নির্ভর করে আগাম চিন্তা করে বিধায় বাল্যবিয়ের প্রবণতা কমানো যাচ্ছে না। এতে শিশু পেটে জন্ম হচ্ছে অপুষ্ট শিশু। এটি বন্ধ করা সম্ভব না হলে বাড়ন্ত জনসংখ্যা অপরিপক্ক জাতি ছাড়া আর কিছু উপহার দিতে পারবে না। তাই এসব বিষয়ে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম কর্মীসহ সমাজের সচেতন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। কর্মশালায় অধিফতরের উপ-পরিচালক ডা. দীপক তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহমিনা হোসেন তালুকদার, পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মকর্তা ডা. রোকন উদ্দিন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সায়ীদ আলমগীর/এসএস/পিআর
Advertisement