দেশজুড়ে

ঈদগড়ে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার অাপন ভাই। বুধবার ভোরে  ইউনিয়নের মুহাম্মদ শরিফপাড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুচ্ছফা (৩৩)। তিনি মোহাম্মদ শরিফপাড়ার আব্দুল মাবুদের ছেলে এবং ঈদগড় বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার ভাই নুরুন্নবী। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্র জানিয়েছে, বুধবার ভোরে ১৫-২০ জনের সশস্ত্র দুর্বৃত্ত দরজা ভেঙে নুরুচ্ছফার বাড়িতে ঢুকে কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি গুলি চালায়। দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই মারা যান শিক্ষক নুরুচ্ছফা। ভাইকে ধরতে এসে গুলিবিদ্ধ হন ভাই নুরুন্নবী। এরপর চোখের পলকে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি দুর্বৃত্তরা কোনো কিছু লুটপাট করেনি। কোনো কিছুতেই হাত না দিয়ে নুরুচ্ছফার মৃত্যু নিশ্চিত করে চলে যাওয়ার মানে হয়তো কোনো শত্রুতা হাসিল করতেই এ ঘটনা ঘটিয়েছে।রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সব কিছু পর্যবেক্ষণ করেছে। ডাকাতি করতে গেলে অবশ্যই লুটপাট চালানো হতো। কিছু না নিয়ে দুর্বৃত্তদের চলে যাওয়া মানে কোনো টার্গেট নিয়েই তারা বাড়ি ঢুকেছে। নিহতের পরিবারের সঙ্গে জমিজমার বিষয়ে একটি পক্ষের মামলা চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে। অধিকতর তদন্ত করলে আসল রহস্য উদঘাটন হবে বলে উল্লেখ করেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হচ্ছে।সায়ীদ আলমগীর/এসএস/পিআর

Advertisement