খেলাধুলা

অস্ট্রেলিয়া না আসায় হতাশ স্টুয়ার্ট ল

আবারো বাংলাদেশকে অবহেলা করলো অস্ট্রেলিয়া। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করছে না ক্রিকেটের মোড়ল দেশটি। রাষ্ট্রীয় মর্যাদায় সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দেওয়ার পরও মন গলেনি তাদের। আইসিসির আশ্বাস সত্ত্বেও বিশ্বকাপেরমত আসর বয়কট করলো তারা। তবে এমন সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল।মঙ্গলবার সংবাদ মাধ্যমকে ল বলেন, ‘অস্ট্রেলিয়ার না আসাটা দুঃখজনক। অস্ট্রেলিয়ার তরুণরা বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা অর্জন থেকে বঞ্চিত হলো।’এর আগেও অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করে গেল বছরের অক্টোবরে। সেবার বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল তাদের। এবার অনূর্ধ্ব-১৯ দলও অনুসরণ করল বড়দের।  অস্ট্রেলিয়া সরকারের আদেশেই মুলত বাংলাদেশে আসছে না দলটি। মূলত নিরাপত্তার কারণই দেখিয়েছে দেশটি। এ অবস্থায় নিরাপত্তা নিয়ে ল বলেন, ‘আমি বাংলাদেশে আসতে স্বস্তি বোধই করি। আমি যখনই বাংলাদেশে আসি, এখানে উষ্ণ সংবর্ধনা পাই। নিরাপত্তা নিয়ে আমার মধ্যে কোনও সংশয় নেই। এখানে ছেলেদের খেলা উপভোগ করতে চাই এবং আশা করি সফল হবো।’এমআর/পিআর

Advertisement