করোনার নতুন ধরন ওমিক্রমন বেশ ভুগিয়েছে যুক্তরাজ্যবাসীকে। তবে ধারণা করা হচ্ছে যুক্তরাজ্য ওমিক্রন সংক্রমণের সবচেয়ে খারাপ সময়টি পার করে আসছে। সেখানে ধীরে ধীরে কমে আসছে করোনার সংক্রমণ।
Advertisement
যুক্তরাজ্যে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৯২৪ জন, যা গত এক সপ্তাহের তুলনায় ৩৮ শতাংশ কম। এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৮১ হাজার ৭১৩ জন এবং তার আগের ২৪ ঘণ্টায় ছিল ৯৯ হাজার ৬৫২ জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫২ লাখ ১৭ হাজার ২৮০ জন।
এদিকে ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে ৮৮ জনের। এর আগের ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছিল ২৮৭ জনের। তার আগের ২৪ ঘণ্টায় মারা যান ২৭০ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৯৮৭ জন।
যুক্তরাজ্যে করোনার কয়েকদিনের চিত্র দেখে বোঝা যাচ্ছে ওমিক্রনের থাবা সেখানে বেশ কমেছে। দেশটিতে ওমিক্রনে শনাক্ত ও মৃত্যু কমাতে টিকা কর্মসূচিও জোরালো করা হয়েছে। যুক্তরাজ্যে এ পর্যন্ত টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৩৯১ জনকে।
Advertisement
ইএ/জেআইএম