নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসরাম লেলিন (বিএনপি থেকে বহিস্কৃত) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
Advertisement
রোববার (১৬ জানুয়ারি) বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি বিভাগীয় নির্বাচন কর্মকর্তা আহমদ আলী এ ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসরাম লেলিন পেয়েছেন ২২৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ময়মূর সুলতান পেয়েছেন ২১৮৮ ভোট।
উল্লেখ্য, আইনি জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর পর বাগাতিপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলো।
Advertisement
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এখানে মোট ভোটার সংখ্যা আট হাজার ৫৮৫। নির্বাচনে মেয়র পদে চার, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রেজাউল করিম রেজা/এএইচ/জেআইএম