জাতীয়

উপমন্ত্রী শামীম করোনায় আক্রান্ত

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Advertisement

কোনো উপসর্গ ছাড়াই তিনি ভালো ও সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে সংসদ ভবনের সরকারি বাসভবনে বিশ্রামে রয়েছেন তিনি।

সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ১৫ জানুয়ারি করোনা পরীক্ষা করালে ওইদিন বিকেলে তার রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক সুস্থতার পাশাপাশি তার মনোবল অটুট রয়েছে।

টেলিফোনে তিনি বলেন, করোনা আক্রান্ত হলেও আমি সুস্থ আছি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

Advertisement

এসইউজে/এমআরএম/এমএস