‘কেন্দ্রে ঢোকার আগেই মোড় থেকে সাধারণ ভোটারদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশও বাধা দিচ্ছে। নানাভাবে ভোটারদের হয়রানি করা হচ্ছে। তবে সরকারদলীয় লোকদের কিছুই বলছে না পুলিশ।’
Advertisement
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা এমন অভিযোগ করেছেন।
রোববার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ‘আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ’ কেন্দ্রে দাঁড়িয়ে লুনা জাগো নিউজকে বলেন, ‘এ স্কুলের কেন্দ্রে আসার মোড় থেকেই আমাদের ভোটারদের বাধা দেওয়া হচ্ছে।’
করোনায় মৃতদের মরদেহ দাফন করে প্রশংসিত কাউন্সিলর প্রার্থী খোরশেদের প্রতীক ঠেলাগাড়ি মার্কা। তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ছোট ভাই।
Advertisement
তবে কাউন্সিলর প্রার্থী খোরশেদের স্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন আদর্শ স্কুল কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। এ কেন্দ্রে ভোটাররা অবাধে ভোট দিচ্ছেন। সকাল থেকেই কেন্দ্রে ভোটার উপস্থিতিও বেশ ভালো।’
এমওএস/এএএইচ/এমএস