খেলাধুলা

প্রাণ-ফ্রুটো বিএসজেএ মিডিয়া ক্রিকেটের ফাইনাল বুধবার

শেষ হতে চললো সাংবাদিকদের ক্রিকেটউৎসব। আগামীকাল (বুধবার) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ২টি সেমিফাইনাল এবং ফাইনাল। বেলা ১২ টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ‘সাংবাদিকদের প্রিয় ক্রিকেট আসরের।তার আগে সকালেই অনুষ্ঠিত হয়ে যাবে সেমিফাইনালের দুটি ম্যাচ। সকাল ১০ টায় সেমিতে মুখেমুখি হবে এটিএন নিউজ ও যমুনা টেলিভিশন। একই সময়ে আরেক সেমিতে লড়বে  জিটিভি ও ঢাকা ট্রিবিউন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস এবং জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সময় আরও উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রাণ আরএফএল বেভারেজের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান ও হেড অফ মার্কেটিং আতিকুর রহমান। চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি  ছাড়াও তিনটি ব্যক্তিগত পুরষ্কার থাকবে। প্রতিযোগিতার সেরা পারফরমার পাবেন ‘রউফুল হাসান ট্রফি।’ বিএসজেএ‘র প্রয়াত সভাপতি রউফুল হাসানের নামে এ ট্রফি দেয়া হবে। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রহকারি এবং উইকেট শিকারীর জন্যও থাকছে পুরষ্কার।আইএইচএস/আরআইপি

Advertisement