বিনোদন

মাত্র এক টাকায় দেখা যাবে তেলুগু ছবি ‘আয়ভাম জগৎ’

বর্তমানে যে কোনো চলচ্চিত্রের সাফল্য-ব্যর্থতা বিচার করা হয় বক্স অফিসের লাভ-লোকসান দেখে। তা সত্ত্বেও মাত্র এক টাকায় নতুন চলচ্চিত্র ‘আয়ভাম জগৎ’ দেখার সুযোগ করে দিচ্ছেন এর নির্মাতারা। প্রেক্ষাগৃহে গিয়ে মাত্র এক টাকা দিলেই দেখা যাবে এই তেলুগু ছবিটি।

Advertisement

গ্রামের গল্প তুলে আনা হয়েছে ‘আয়ভাম জগৎ’ চলচ্চিত্রে। কৃষক, কৃষিকাজ, গ্রামীণ জীবনই এই ছবির মূল বিষয়বস্তু। আর তাই সমস্ত শ্রেণির মানুষের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার জন্য পরিচালক দীনেশ নারা এই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন।

এই ছবিটি কৃষকদের জীবনের উপর ভিত্তি করে তৈরি করার নেপথ্যে একটি বিশেষ কারণ আছে। তা হল, গ্রামীণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে সব স্তরের মানুষ এসে দেখুক, চিনতে শিখুক।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন কিরণ গেয়া, প্রাক্রুতিভনাম প্রসাদ, ইনায়া সুলতানার মতো অভিনেতারা। অন্ধ্রপ্রদেশের মদনাপল্লেতে আজ (১৬ জানুয়ারি) ছবিটি মুক্তি পাবে। ‘ইট মার্স মুভি প্রোডকশনস’-এর সঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও এই ছবিটি তৈরির সঙ্গে যুক্ত। সেই সংস্থার তরফে টুইট করে জানানো হয়েছে, হায়দরাবাদ থেকে মদনাপল্লে পর্যন্ত একটি বাস যাবে। যারা এই ছবি দেখতে ইচ্ছুক, তারা বাসে উঠে যেতে পারেন।

Advertisement

তরুণ প্রজন্মের শহরমুখী হয়ে ওঠা এবং গ্রাম, কৃষিকাজ-বিমুখ হয়ে পড়া নিয়ে তৈরি হয়েছে এই চলচ্চিত্রটি। গ্রাম এবং শহরের দ্বন্দ্বই এই চলচ্চিত্রের প্রাণকেন্দ্র।

কেএসআর/