রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Advertisement
শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তিনি জাগো নিউজকে নিশ্চিত করেন।
দুদিন আগেই করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন এমপি এনামুল হক। এর মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি।
এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন এমপি এনামুল হক। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর তিনি করোনা আক্রান্ত হন।
Advertisement
এমপি এনামুল হক বলেন, ‘সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শুক্রবার (১৪ জানুয়ারি) নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। শনিবার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঘাড় ব্যথা ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা বা উপসর্গ নেই। শারীরিকভাবে বেশ ভালো আছি।’
ফয়সাল আহমেদ/এসআর/জেআইএম