করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
Advertisement
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শামসুজ্জামান আওয়াল জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করার জন্য শুক্রবার (১৪ জানুয়ারি) নমুনা দিয়েছিলেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। আজ সকালে তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর তিনি তার ঢাকার ধানমন্ডির বাসভবনে স্বেচ্ছায় আইসোলেশনে যান। তিনি সুস্থ ও ভালো আছেন। তবে সামান্য কাশিজনিত সমস্যায় ভুগছেন।
শামসুজ্জামান আওয়াল আরও বলেন, আপাতত মেয়র লিটন ঢাকায়ই অবস্থান করবেন। সেখানে দ্বিতীয় দফায় করোনার নমুনা পরীক্ষা করাবেন। এরপর রাজশাহীতে ফিরবেন।
Advertisement
ফয়সাল আহমেদ/এসআর/এএসএম