স্বাস্থ্য

করোনা শনাক্তের হার আজও ১৪ শতাংশের বেশি

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত করতে ২৪ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩ হাজার ৪৪৭ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ।

Advertisement

এর আগের দিনও (শুক্রবার) করোনা শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। সেদিন থেকে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের তথ্য অনুযায়ী, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ৩ জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা যান। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৩৬ জনে।

Advertisement

এমএইচআর/এএসএম