খেলাধুলা

মূল দলেও জায়গা পেয়ে গেলেন রনি-সোহান

জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫ জানুয়ারি মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। খুলনায় অনুষ্ঠিতব্য এই সিরিজকে সামনে রেখে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত এই দলের সবচেয়ে বড় চমকের নাম আবু হায়দার রনি। বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ২০ বছরের এই তরুণ। জাতীয় দলে আবু হায়দার রনির অন্তর্ভূক্তি পেস ডিপার্টমেন্টে বাংলাদেশের শক্তির মাত্রা আরও বাড়িয়ে দেবে, সন্দেহ নেই। এই দল থেকে বাদ পড়েছেন তারকাখ্যাতি পেয়ে যাওয়া লিটন কুমার দাস, অলরাউন্ডার নাসির হোসেন।মঙ্গলবার মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক রেখে ১৪ সদস্যের এই দলে আবু হায়দার রনির অন্তর্ভূক্তিটা ছিল অনেকটা অনুমিত। সে হিসেবে এই দলে সবচেয়ে বড় চমকের নাম কিন্তু কাজী নুরুল হাসান। সিলেট রয়্যালসের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান শুধু বিপিএলই নয়, ঘরোয়া ক্রিকেটেও দারুন পারফরমার। মুশফিকুর রহিমের ওপর চাপ কমাতে এবং সাত নম্বরে ব্যাটিং শক্তি বাড়াতেই মূলতঃ সোহানের মত উঠতি ক্রিকেটারের দলে অন্তর্ভূক্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করায় আবু হায়দার রনির জাতীয় দলে জায়গা পাওয়া অনেকটা নিশ্চিতই ছিল। দুই দিন আগে জাতীয় দলের অন্যতম নির্বাচক এমন ইঙ্গিতও দিয়েছিলেন। গত বছর বেশ কয়েকবার সুযোগ পেয়েও কাজে না লাগাতে পারায় লিটন দাসকে বাদ দেয়া হলো। তার পরিবর্তেই দলে জায়গা পেয়েছেন সোহান। এছাড়া সাত নাম্বারে ব্যাটিংয়ের চাপটা সামলাতে হিমসিম খাচ্ছিলেন নাসির হোসেন। এই জায়গায় সোহানকে কাজে লাগাতেই তাকে দলে নেয়া হয়েছে বলে জানালেন নির্বাচকরা। অনেকদিন থেকেই বাংলাদেশ দল এই পজিশনে একজন ভালো ব্যাটসম্যানকে খুঁজছিল।এছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সৌম্য সরকার। আর বিপিএলে ব্যাটে-বলে ভালো খেলার পুরস্কার হিসাবে দলে জায়গা করে নিয়েছেন শুভাগত হোম। জিম্বাবুয়ের বিপক্ষে আগের সিরিজে ১৪ জনের দলে থাকলেও, কোন ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়েছেন কামরুল ইসলাম রাব্বি। আর প্রাথমিক দলে না থাকায় জুবায়ের হোসেনের দলে না থাকাটা ছিল স্বাভাবিক।এর আগে রোববার থেকে কঠোর অনুশীলনে নেমেছে টাইগাররা। তবে ২৭ জনের এই অনুশীলন ক্যাম্পের তিন দিন পর ঘোষণা করা হলো ১৪ সদস্যের মূল দল।বাংলাদেশ দলঃ মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, ইমরুল কায়েস, শুভাগত হোম, আবু হায়দার রনি এবং কাজী নুরুল হাসান সোহান।আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement