দেশজুড়ে

মির্জাপুর থানার ওসি প্রত্যাহার

নির্বাচন কমিশন কার্যালয়ের অফিসের নির্দেশনায় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনের দুদিন আগে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রিজাউল হককে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

Advertisement

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয় বলে জানা যায়।

শুক্রবার (১৪ জানুয়ারি) এর সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

তিনি জানান, ওসি রিজাউল হককে প্রত্যাহারের পর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদকে নতুন দায়িত্ব দেওয়া হবে।

Advertisement

প্রশাসনিক কারণে ওসি রিজাউল হককে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ময়মনসিংহ অঞ্চল) ও রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী।

২০২১ সালের ৬ জানুয়ারি মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বগ্রহণ করেছিলেন মোহাম্মাদ রিজাউল হক।

আরিফ উর রহমান টগর/এমকেআর

Advertisement