বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী, মেয়ে, ভাই, ভাবি ও গৃহকর্মীসহ সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Advertisement
জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বিএনপি মহাসচিবের করোনা আক্রান্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহ চলছে। এরমধ্যে তার বাসার অন্যরা পর্যায়ক্রমে করোনা আক্রান্ত হয়েছেন। মির্জা ফখরুলের শারীরিক অবস্থা জটিল না হলেও তার গলায় কাশি আছে। তবে অন্যদের তেমন কোনো জটিলতা নেই।
বুধবার ফখরুল আবারও করোনা পরীক্ষা করাবেন বলে জানান শায়রুল কবির। তিনি বলেন, গতকাল বিকেলে মহাসচিবের স্বাস্থ্যের খোঁজ নিতে তার উত্তরার বাসায় যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
Advertisement
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. আব্দুল আউয়াল, ডা. বাদশা, ডা. রাজিব, ডা. মুনতাসিরসহ বেশ কয়েকজন।
কেএইচ/জেডএইচ/এএসএম