কক্সবাজারের মহেশখালীতে ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে বিরোধে মেয়ে পক্ষের হামলায় আক্তার আহমদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
Advertisement
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরারডেইল গ্রামে ছেলে জিসানের প্রেমের বিরোধে প্রতিবেশী নাসির উদ্দিনের পরিবারের হামলার শিকার হন তিনি।
মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান আবু হায়দার বলেন, সাইরার ডেইল গ্রামের আক্তার আহমদের ছেলে জিসান আহমদের (১৮) সঙ্গে একই গ্রামের নাছির উদ্দিনের মেয়ের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। এরই জের ধরে দুই পরিবারের মধ্যে বৃহস্পতিবার রাতে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মেয়ের পরিবারের আঘাতে ছেলের বাবা আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান।
Advertisement
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, প্রেমের সম্পর্কের জেরে ছেলের বাবা আক্তার আহমদের মৃত্যু হয়েছে বলে জেনেছি। মরদেহটি চট্টগ্রাম থেকে এনে সুরতাহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
সায়ীদ আলমগীর/এসজে/এমএস