দেশজুড়ে

দেবিদ্বারে অবৈধ গ্যাস লাইন অপসারণ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামে প্রায় দুই হাজার ফুট অবৈধ গ্যাস লাইন অপসারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ এ গ্যাস লাইন অপসারণ করা হয়। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বাখরাবাদ গ্যাস  ডিস্ট্রিবিউশন কোম্পানির উপজেলা সাব সেকশনাল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাপ্পি শাহরিয়ারের উপস্থিতিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বরকামতা গ্রামের সফিকুল ইসলাম মেম্বার ও চান্দিনা এলাকার ঠিকাদার বাতেন ফারুকসহ একটি দালাল চক্র অবৈধ গ্যাস সংযোগ প্রদানের নামে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়। গোপন সূত্রে খবর পেয়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এসব অবৈধ গ্যাস সংযোগ অপসারণ অব্যাহত থাকবে। পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কামাল উদ্দিন/এআরএ/এমএস

Advertisement