খেলাধুলা

শ্রীলংকাকে হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের

চতুর্থ ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে, সিরিজের ভাগ্য ওই সময়ই নির্ধারণ হয়ে গিয়েছিল প্রায়। কারণ, আর যাই হোক, নিউজিল্যান্ডকে সিরিজ হারতে হচ্ছে না। তবে সিরিজ না হারার সুযোগ ছিল শ্রীলংকার সামনে। বে ওভালে শেষ ম্যাচটি জিততে পারলে সিরিজ ড্র করতে পারতো লংকানরা। কিন্তু; কোনটাই হলো না। উল্টো মার্টিন গাপটিলের সেঞ্চুরির সামনে ৩৬ রানে পরাজয় বরণ করতে হলো লংকানদের। সে সঙ্গে সিরিজেও হারতে হলো ৩-১ ব্যবধানে।গাপটিলের অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে লংকানদের সামনে ২৯৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নিউজিল্যান্ড। গাপটিল করেছিলেন ১০২ রান। জবাবে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউজের ৯৫ রান সত্ত্বেও ৪৭.১ ওভারে ২৫৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা। ফলে ৩৬ রানে পরাজয় মানতে বাধ্য হয় ম্যাথিউজের শিষ্যরা।শেষ ম্যাচে টস জিতেছিল শ্রীলংকাই। তবে লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ প্রথমে নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। ম্যাথিউজের সিদ্ধান্তকে বেশ ভালোভাবেই স্বাগত জানিয়েছিলেন নুয়ান প্রদীপ। উইকেটের পেছনে দিনেশ চান্ডিমালের হাতে ক্যাচ দিয়ে ফিরতে বাধ্য হন টম লাথাম। দলীয় রান তখন ৩। লংকান বোলারদের আনন্দ ওই পর্যন্তই। এরপর ১২২ রানের জুটি গড়েন মার্টিন গাপটিল আর কেনে উইলিয়ামসন।দলীয় ১২৫ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের। এ সময় আউটন হন উইলিয়ামসন। ৭২ বলে ৬১ রান করেন তিনি। এরপর গাপটিলের সঙ্গে ৮১ রানের জুটি গড়েন রস টেলর। দলীয় ২০৬ রানে তৃতীয় উইকেটের পতন। ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি পূরণ করার পর ১০২ রানে আউট হন গাপটিল। গাপটিলের একটু পরই, দলীয় ২১৫ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে। মাত্র ২ রান করে আউট হয়ে যান হেনরি নিকোলস। ততক্ষণে হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যান টেলরও। তবে ৬১ রান করার পর তিনিও আউট হয়ে যান কুলাসেকারার বলে। দলীয় রান এ সময় ছিল ২৬২। ইনিংসের বাকি অংশটা কোন সমস্যা ছাড়াই পার করে দেন লুক রনকি আর মিচেল সান্তনার। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৯৪ রান করে নিউজিল্যান্ড।জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিপর্যয়ে শ্রীলংকা। ৩৩ রানের মধ্যে হারিয়ে বসে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দানুস্কা গুনাথিকালা, তিলকারত্নে দিলশান এবং লাহিরু থিরিমান্নে। চতুর্থ উইকেটে এসে দিনেশ চান্ডিমাল আর অ্যাঞ্জেলো ম্যাথিউজ মিলে ৯৩ রানের জুটি গড়েন। চান্ডিমাল ৬৫ বলে করেন ৫০ রান। ১২৬ রানে চতুর্থ উইকেট হিসেবে আউট হন চান্ডিমাল। এরপর একে একে থিসারা পেরেরা (১৫), সিরিবর্ধনে (২২ বলে ৩৯), কাপুগেদারা (১০) আউট হন একপ্রান্তে। অপরপ্রান্তে দৃঢ়চিত্তে ব্যাট করে যাচ্ছিলেন ম্যাথিউজ। তবে অন্যপ্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকার কারণে ম্যাথিউজও সম্ভবত ধৈর্য্য হারিয়ে বসেন এবং দলীয় ২৫২ রানের মাথায় ব্যাক্তিগত ১১৬ বলে ৯৫ রানে হেররির বলে নিকোলসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি।বাকি দুই উইকেট পড়তে আর মাত্র ৬ রান খরচ করতে হয়েছে নিউজিল্যান্ডকে। অভিষেকেই ৫ উইকেট তুলে নিলেন ম্যাট হেনরি। টেস্টে অভিষেক অনেক আগে হলেও, ওয়ানডে অভিষেক হয়েছে আজ (মঙ্গলবার)। ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ড। ১টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে এবং মিচেল সান্তনার।আইএইচএস/আরআইপি

Advertisement