দেশজুড়ে

কাঁটাতারের বেষ্টনীর মধ্যে বিএনপির সমাবেশ

পুলিশের কাঁটাতারের বেষ্টনীর মধ্যে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশের বেধে দেয়া আধাঘণ্টা সময়ের মধ্যেই সমাবেশ শেষ করা হয়। বিএনপির সমাবেশ উপলক্ষে শহরের ফতেহআলী মোড়ে এবং নবাববাড়ি সড়কের দক্ষিণপার্শ্বে প্যালেস মিউজিয়ামের সামনে পুলিশ কাঁটাতারের বেষ্টনী দেয়। আর এর মধ্যেই দুপুর থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হন। দুপুর ১টায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হলে হলে বিপুল সংখ্যক পুলিশ সমাবেশের আশেপাশে অবস্থান নেয়। আধাঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা, খাজা ইফতেখার আহম্মেদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারি তালুকদার বেলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, দেশে আজ গণতন্ত্র নেই তার প্রমাণ বিএনপির সমাবেশ পুলিশ কাঁটাতারের বেড়া ঘিরে রেখেছে। ৫ জানুয়ারি  প্রহসনের নির্বাচনে ক্ষমতা দখল করতে আওয়ামী লীগ ১৫৩টি আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছে। কোনো দল যে নির্বাচনে অংশগ্রহণ করেনি সেই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই। এই সরকার জোর করে ক্ষমতায় আছে। তবে এ সরকারের সময় শেষ হয়ে এসেছে। সেই দিন খুব সামনে যেদিন এ সরকার পালানোর পথ খুঁজে পাবেনা।লিমন বাসার/এআরএ/আরআইপি

Advertisement