দেশজুড়ে

বেনাপোলে জিংক সমৃদ্ধ ধানের চাষ বেড়েছে

শিশুদের খাদ্য উপযোগী পুষ্টি গুণে ভরা জিংক সমদ্ধ (ব্রি-৬২) ধান চাষে সফলতা পেয়েছে শার্শা-বেনাপোলের চাষিরা। উপজেলায় ২০ হেক্টর জমিতে চাষ হয়েছে ব্রি-৬২ ধান। ভাল ফলনের আশা করছেন এলাকার কৃষকরা। চলতি মৌসুমে ২শ’ চাষি জিংক সমৃদ্ধ ধান চাষ করেছেন। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৯শ থেকে এক হাজার টাকায়। দাম ও ফলন ভাল হওয়ায় দিন দিন বাড়ছে নতুন জাতের এ ধান চাষ। প্রতি বিঘায় ২০ থেকে ২৫ মণ ধানের ফলন পাওয়ায় দারুণ খুশি চাষিরা।শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরামর্শ ও সহযোগিতায় গত ২ বছর আগে শুরু হয় শিশুদের খাদ্য উপযোগী পুষ্টি গুণে ভরা জিংক সমৃদ্ধ (ব্রি-৬২) ধান চাষ। ফলন ও দাম ভাল পাওয়ায় কৃষকরা এ ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন। শার্শা বেনাপোলের ৫০ জন কৃষকের মধ্যে ২০ কেজি করে  (ব্রি-৬২) জাতের ধান বীজ সরবরাহ করা হয়েছে বলে জানান শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার। তিনি বলেন, এবার উপজেলায় ২শ চাষি ১০০ বিঘা (২০ হেক্টর) জমিতে নতুন জাতের এ ধান চাষ করেছেন।শার্শার ধান চাষি শাহিনুর রহমান শাহিন ও বেনাপোলের ধান চাষি ফরিদ উদ্দিন গাজী বলেন, শিশুরা নরম ভাত খেতে পছন্দ করেন। এ ধানের চাল ও ভাত নরম। পুষ্টি বেশি এজন্য তারা কৃষি কর্মকর্তাদের পরামর্শে এ ধান চাষ করেছেন। দাম ও ফলন ভাল। এ ধান চাষ দিন দিন বাড়ছে এ এলাকায়। আগামীতে তারা ৭ থেকে ৮ বিঘা জমিতে জিংক সমৃদ্ধ ধান চাষ করবেন বলে জানান।জামাল হোসেন/এসএস/এমএস

Advertisement