জোকস

আজকের জোকস: স্বামী-স্ত্রীর ঝগড়ার সমাধান

স্বামী-স্ত্রীর ঝগড়ার সমাধানএক মনোবিজ্ঞানীর চেম্বারে একজন লোক এসেছেন। তিনি তার সমস্যার কথা বলছেন—ভুক্তভোগী লোক: আমার স্ত্রী আমার সঙ্গে সারাক্ষণ ঝগড়া করে। আমি দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। আমাকে এর সমাধান দিন।মনোবিদ: আপনার স্ত্রী কি সারাক্ষণই ঝগড়া করে আপনার সঙ্গে?ভুক্তভোগী লোক: যেকোনো বিষয়ে আমাদের কথাবার্তা শেষ পর্যন্ত ঝগড়ায় গড়ায়। এর থেকে বাঁচার কোনো কায়দাই কি নেই, স্যার!মনোবিদ: আছে। যখন বুঝবেন আপনি ভুল করছেন তখন সঙ্গে সঙ্গে মেনে নিন।ভুক্তভোগী: আর যদি আমি ঠিক হই?মনোবিদ: সে ক্ষেত্রে নিজের মুখ বন্ধ করে রাখবেন।

Advertisement

****

সব সুন্দর নির্ভর করে পরিস্থিতির উপরফরিদ সাহেব তার ছেলেকে উপদেশ দিচ্ছেন—ফরিদ সাহেব: পরিস্থিতির ওপর নির্ভর করে সবকিছুই সুন্দর হতে পারে। যেমন সকাল ৯টায় স্কুলের ঘণ্টা চরম বিরক্তিকর লাগে ছাত্রদের। ছেলে: হ্যাঁ বাবা ঠিকই বলেছো।ফরিদ সাহেব: আর সেই ঘণ্টার শব্দই বিকাল ৪টায় কানে মধুবর্ষণ করে তাদের।ছেলে: হ্যাঁ, বাবা। কিন্তু তোমার এমন লাগতো বলেই আমি ভালো ছাত্র হতে পারিনি।

****

Advertisement

স্বামী যখন অতিরিক্ত খুদখুদে হয়স্বামী: কীভাবে রান্না কর! মুড়িঘণ্ট তো মনে হচ্ছে গোবর!স্ত্রী: হায় খোদা! তুমি তো দেখছি দুনিয়ার সব খারাপ জিনিসই চেখে রেখেছ!স্বামী: কি কথার কী জবাব দিচ্ছ?স্ত্রী: তুমি গোবর খেয়ে দেখেছ, উটের চামড়া খেয়েছ, বুড়িগঙ্গার পানিও খেয়েছ...স্বামী: হায় আল্লাহ! এর কি মাথা খারাপ হয়া গেল নাকি?স্ত্রী: তোমার লগে সংসার কইরা মাথা খারাপ না হইয়া উপায় আছে? সে দিন আমার এত যত্নে পাকানো স্যুপ খেয়ে বললে- বুড়িগঙ্গার পচা পানির মতো হয়েছে। তার আগের দিন আমার তৈরি রুটি খেয়ে বললে- উটের চামড়ার মতো লাগছে।

কেএসকে/জেআইএম