আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শীতকালীন বন্যায় ২৫ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ইলিনয় ও মিসৌরি রাজ্যে শীতকালীন বন্যায় অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। নদীর বাঁধ ভেঙে পানি শহরে ঢুকে পড়ায় বেশ কিছু শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্যায় শত শত বাড়িঘর দোকানপাট পানির নীচে তলিয়ে আছে।জাতীয় আবহাওয়া সার্ভিসের কর্মকর্তা স্টিভ বুয়ান বলেন, ইলিনয় নদীর বাঁধ উপচে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পানি আটকাতে কিছু অংশ ব্যর্থ হচ্ছে। বন্যায় ইলিনয়ে ১০ ও মিসৌরিতে ১৫ জন প্রাণ হারিয়েছে।  ব্যাপক ঝড় ও বৃষ্টিতে মিসিসিপি নদী উপত্যকা তলিয়ে গেছে। নদীর পানি রেকর্ড ভেঙে চার ফুটেরও বেশি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুয়ান বলেন, এটি খুবই ব্যতিক্রমী ঘটনা। আমরা ভাবিনি ক্রিসমাস ও নতুন বছরের এ সময়ে বন্যা দেখা দেবে। এসআইএস/আরআইপি

Advertisement