বিধিনিষেধের কারণে ভাড়া না বাড়িয়ে বাস ও ট্রেনের মতো লঞ্চও চলবে অর্ধেক যাত্রী নিয়ে। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে সে বিষয়টি স্পষ্ট করেননি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান।
Advertisement
বুধবার (১২ জানুয়ারি) বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জাগো নিউজকে বলেন, ‘বিধিনিষেধে লঞ্চ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে। ভাড়া বাড়ছে না, আগের মতোই থাকছে।’
এই সিদ্ধান্ত কখন থেকে কার্যকর হবে- জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘যেকোনো সময় এটা কার্যকর হবে।’
তবে আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে বাড়তি ভাড়া ছাড়াই বাস ট্রেন অর্ধেক যাত্রী পরিবহন করবে বলে ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে।
Advertisement
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনসহ সংক্রমণ বাড়তে থাকায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে বিধিনিষেধ জারি করেছে সরকার। গত সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।
আরএমএম/এমআরআর/জিকেএস
Advertisement