বিনোদন

পাঁচ টাকা দান করে পঞ্চাশ টাকার পাবলিসিটি ভোটাররা চায় না: রিয়াজ

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে লড়বেন চিত্রনায়ক রিয়াজ। তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের প্রার্থী। আজ বুধবার (১২ জানুয়ারি) প্যানেলের সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

Advertisement

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি একান্ত আলাপে বলেন, ‘আমি একজন অভিনেতা। এফডিসির প্রত্যেকটা শিল্পীর সাথে আমার সম্পর্ক ভালো। তারা চান আমি নির্বাচনে অংশ নেই। সেজন্যই এবার প্রার্থী হয়েছি।’

‘আমি আজ পর্যন্ত কখনও অশ্লীল ছবি করিনি। নিম্ন রুচিসম্পন্ন কাজ করিনি। কোনো শিল্পীর সাথে খারাপ ব্যবহার করিনি। সবসময় মাটির মানুষ হয়ে শিল্পীদের পাশে থেকেছি। এসব কারণে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে শিল্পীরা আমাকে ভোট দেবেন বলে মনে করি’- যোগ করেন রিয়াজ।

রিয়াজ আরও বলেন, ‘পর্দার অভিনয় কেউ বাস্তবে চায় না। পাঁচ টাকা দান করে পঞ্চাশ টাকার পাবলিসিটি যারা করে তাদের ভোটাররা চায় না। এতে শিল্পীদের সম্মান নষ্ট হয়।’

Advertisement

নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি জানিয়ে রিয়াজ বলেন, ‘আমাদের অঙ্গীকার হচ্ছে সাহায্য সহযোগিতা কখনো নিজেদের ফেসবুকে দিয়ে পাবলিসিটি না করা। সাধারণ মানুষের সামনে শিল্পীদের দুস্থ বানাতে চাই না। প্রত্যেক শিল্পীর আত্মমর্যাদা আছে। সেটাকে আমরা সম্মান জানাই।’

বিগত দিনের কমিটি কেমন কাজ করেছে তা মুখে বলার কিছু নেই বলে মনে করেন এ নায়ক। সেটা নির্বাচনী আমেজে কান-চোখ রাখলেই বোঝা যায়।

এলএ/এএসএম

Advertisement