জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৫ জানুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘দৈনন্দিন বিজ্ঞান’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কী?উত্তর : উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি। ২. প্রশ্ন : আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন?উত্তর : মেঘ ভূপৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে। ৩. প্রশ্ন : পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন?উত্তর : শূন্য। ৪. প্রশ্ন : পাহাড়ে ওঠা কষ্টকর কেন?উত্তর : অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করার জন্য। ৫. প্রশ্ন : কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?উত্তর : কালো। ৬. প্রশ্ন : কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয়?উত্তর : ৩টি। ৭. প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?উত্তর : বিকিরণ পদ্ধতিতে। ৮. প্রশ্ন : কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?উত্তর : পরিবহন পদ্ধতিতে। ৯. প্রশ্ন : তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?উত্তর : পরিচলন পদ্ধতিতে। ১০. প্রশ্ন : গ্রীষ্মকালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো?উত্তর : সাদা। ১১. প্রশ্ন : শীতকালে কেন কালো কাপড় পরিধান করা ভালো?উত্তর : কালো কাপড় তাপ শোষণ করে বলে। ১২. প্রশ্ন : রেল লাইনে দুটি পাতের মধ্যে কেন ফাঁকা রাখা হয়?উত্তর : তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়। ১৩. প্রশ্ন : শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?উত্তর : বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে। ১৪. প্রশ্ন : কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?উত্তর : কঠিন মাধ্যমে। ১৫. প্রশ্ন : চাঁদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন?উত্তর : বাতাস নেই বলে। ১৬. প্রশ্ন : শূন্য ঘরে শব্দ জোরে হয় কেন?উত্তর : শূন্য ঘরে শব্দের শোষণ ক্ষমতা কম বলে। ১৭. প্রশ্ন : সমুদ্রের গভীরতা কী দিয়ে পরিমাপ করা হয়?উত্তর : প্রতিধ্বনি দিয়ে। ১৮. প্রশ্ন : কম্পনাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্মতা কী হয়?উত্তর : বাড়ে। ১৯. প্রশ্ন : তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্মতা কী হয়?উত্তর : কমে। ২০. প্রশ্ন : বিদ্যুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন?উত্তর : আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি।এসইউ/এমএস

Advertisement