রাজনীতি

সমাবেশস্থলে স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়নি আওয়ামী লীগ

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে আইডি কার্ডসহ দৃশ্যমান কোনো স্বেচ্ছাসেবককে দেখা যায়নি। যা সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশের দেয়া ১৯ শর্তের ৮ নং শর্তের স্পষ্ট লঙ্ঘন।গতকাল (সোমবার) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, ১৯টি শর্তে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ করতে পারবে। তবে মঙ্গলবার এর ৪টি শর্ত না মেনে ২ টা ৪৫ মিনিটে সমাবেশ শুরু করে আওয়ামী লীগ।বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, দলে দলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগদান করলেও কোথাও কোনো স্বেচ্ছাসেবকের দেখা যায়নি।ডিএমপি’র ১৯ শর্তের ৮ নং শর্তে বলা হয়, ‘জনসভার নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকল্পে পর্যাপ্ত নিজস্ব স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে। এই শর্তে বিষয়টি স্পষ্ট লঙ্ঘন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিএমপি’র মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন কোনো মন্তব্য করতে রাজি হন নি। তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালনরত মতিঝিলের বিভাগের খিলগাঁও জোনের এএসপি ইকবাল জাগো নিউজকে বলেন, সমাবেশের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার দায়িত্ব পুলিশেরই। সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেইউ/এসএইচএস/এমএস

Advertisement