জাতীয়

নানা সমস্যা নিয়ে নিবেদিকা ছাত্রী হোস্টেলে উত্তেজনা

রাজধানীর ফার্মগেট সংলগ্ন মনিপুরী পাড়ার আনাচে-কানাচে গড়ে ওঠেছে বিভিন্ন ছাত্রী হোস্টেল। এর এরমধ্যে ‘নিবেদিকা ছাত্রী হোস্টেল’ অন্যতম। মনিপুরী পাড়াতেই একাধিক শাখা ছাড়াও মোহাম্মদপুর লালমাটিয়াতে এর শাখা রয়েছে। হোস্টেলটিতে নিজ ঘোষিত বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ থাকলেও বাস্তবে তা অনেকাংশেই দেখা নেই।সোমবার রাত ৮টার দিকে মনিপুরী পাড়া ১০০ নম্বর বাসায় নিবেদিকা ছাত্রী হোস্টেলে হঠাৎই উত্তেজনা সৃষ্টি হয়। খোঁজ নিতে ভেতরে প্রবেশ করতেই জানা গেলো বিভিন্ন অনিয়মের অভিযোগ। উত্তেজনার কারণ সম্পর্কে জানতে চাইলে বেড়িয়ে আসে একের পর এক অনিয়মের কথা।জানা যায়, হোস্টেলটিতে গত দশদিন যাবত গ্যাস সংযোগ নেই। হোস্টেল হিসেবে ব্যবহৃত ভবনটি বাণিজ্যিকভাবে ব্যবহার করলেও আবাসিক সংযোগ থাকায় তা বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। ফলে প্রায় দুই শতাধিক ছাত্রীর দিনে তিনবেলা খাবার রান্না করতে বাহিরে চুলা তৈরি করা হয়েছে।ছাত্রীদের অভিযোগ, গত দশদিন ধরে গ্যাস সংযোগ না থাকলেও হোস্টেল কর্তৃপক্ষ সংযোগ লাগানোর কোনো ব্যবস্থা করছেন না। বিভিন্ন রকমের তালবাহানা করছেন। এছাড়া যে খাবার রান্না করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। গ্যাস সংযোগ থাকায় নিজেরাও কিছু তৈরি করতে পারছে না।ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী জানান, তিনি দুই বছর যাবত এ হোস্টেলে থাকেন। খাবারের মান ভালো না থাকায় প্রায়ই নিজে রান্না করে খান। কিন্তু গ্যাস সংযোগ না থাকায় বাহিরে খেতে হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, এবারই প্রথম নয়, এর আগেও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল তিতাস কর্তৃপক্ষ। তারা (হোস্টেল মালিক) হোস্টেল চালালেও কেন বৈধভাবে সংযোগ নিচ্ছেন না, জানি না। আমাদের এখন বাহিরে খেতে হচ্ছে।এ বিষয়ে হোস্টেল কর্তৃপক্ষের কথা হয়েছে কি না জানতে চাইলে তারা বলেন, কর্তৃপক্ষের কোনো লোক এখানে আসে না। আমরা ফোন দিলেও ধরে না। তবে হোস্টেলে অবস্থারত সকল শিক্ষার্থীরা মনিপুরী পাড়া কল্যাণ সমিতির কাছে লিখিত অভিযোগ জানাবে হবে বলে জানায় তারা।হোস্টেল সুপার সুমী জাগো নিউজকে বলেন, কে বা কারা অভিযোগের ভিত্তিতে গ্যাস লাইন কেটে দিয়েছে। তবে আমরাে বাণিজ্যি লাইন পেতে আবেদন করেছি। যত তাড়াতাড়ি সম্ভব এ সমস্যার সমাধান হয়ে যাবে।শিক্ষার্থীেদের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, রান্না-বান্নার কোনো সমস্যা নেই। আমরা আলাদা চুলা করে রান্নার ব্যবস্থা করেছি। তবে মেয়েরা আলাদা কিছু রান্না করে খায়। যার জন্য আজ (মঙ্গলবার) গ্যাস সিলেন্ডারের ব্যবস্থা করা হয়েছে।এদিকে মনিপুরী পাড়ার নিবেদিকা হোস্টেলের এ শাখার ৫তলা ভবনটি ঝুঁকিপূর্ণ বলেও জানা গেছে।আরএস

Advertisement