সৈকতের ঢেউ
Advertisement
ঢেউয়ের উথালপাথালনোনাগন্ধ, রেশমি-স্পর্শ ফেনিলপায়ে আছড়ে পড়ছেআমার কষ্টগুলো যেন কেড়ে নিচ্ছে।
শীতল সমুদ্রের বাতাস চারপাশে ঘূর্ণায়মানভালোবাসায় জড়িয়ে নেয়শরীরের ব্যথাগুলোকে হারিয়ে।
আটকা পড়িসুখের গোধূলিতে।
Advertisement
****
প্রেম ও লালসা
তুমি প্রেমের জন্য আকাঙ্ক্ষিতকিন্তু লালসার মুখোমুখিআবেগ, শিখার মতন ছাই।শরীর ও হাড় শুষ্ককিন্তু কামনার চোখে ভেজামাটি ক্ষয়প্রাপ্ত, অরক্ষিত এবং খালি হচ্ছেপ্রত্যাশার বালির বিশাল শূন্যতায়সমুদ্র লবণের নোনতা ও তিক্ত স্বাদ।
মাটির ফাটল খেলা করেদাগ হওয়ার ভয়ে ভয়ে,আমাদের কাপড়ে পাপের চিহ্নকিন্তু শীত, বর্ষা, গ্রীষ্মেবসন্ত ঋতুর তেজ।
Advertisement
****
সৈকতে ভোরের আলোয়
আমি জানি, আমি আর বেশিক্ষণ থাকতে পারব নাআমার থাকার অনুভূতি আরও শক্তিশালী।
সাগর এবং চাঁদ—নতুন সূর্যের অপেক্ষায়উষ্ণ সৈকতের পাশে সকালের সূর্যআকাশ একটি নীলকান্তমণি বর্ণের নীলবালির উপর প্রতিটি তাজা ঝাঁকঅগভীর তরঙ্গের মধ্য দিয়ে আছড়ে পড়ছেসুবর্ণ বালি, ফিরোজা জলসামুদ্রিক শৈবাল, নোনা জলের সুগন্ধি বাতাসসকালের সুন্দর ভোরআমার পায়ের আঙুলের মধ্যে ভেজা বালিসোনালি সূর্যোদয়ের আভায়ঢেউয়ের শীর্ষে ঝলমল, চিকমিকভোরের বাতাস সীগালদের জাগিয়ে দিয়েছে।
আমি যেন কারও জন্য অপেক্ষা করছি।
এসইউ/এমএস